প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১
কক্সবাজারের উখিয়ার শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জাফরুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩ টা ৩৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জাফরুল্লাহ উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।