https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২১

শেয়ার করুনঃ
শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এবাদুল হক মৃধা (২৫) সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামের ছমেদ মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সদর উপজেলার চরচটাং গ্রামের খাদিজা আক্তার মধুর সঙ্গে একই উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামের এবাদুল হক মৃধার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে এবাদুল তার স্ত্রী মধুকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধর করতেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
শেষ গত ২০১৮ সালের ১৫ মে বিকেল ৫ টার দিকে মধুর বাবার বাড়ি থেকে ৬০ হাজার টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করেন এবাদুল। যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে মধুকে প্রথমে মারধর করে, পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবাদুল।

ইদিন স্থানীয়রা থানায় খবর দিলে মধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ১৬ মে ২০১৮ নিহতের মা আমেনা বেগম (৫৬) সদরের পালং মডেল থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় মধুর স্বামী এবাদুল হক মৃধা, ভাসুর শাহ আলম মৃধা, দ্বীন ইসলাম মৃধা, সাইদুল মৃধা, শ্বশুর চমেদ মৃধা শাশুড়ি রিজিয়া বেগম, জা রুজিনা বেগমকে আসামি করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
তদন্ত শেষে পালং মডেল থানার পুলিশ একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবাদুল হক মৃধার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের বেকসুর খালাস দেন।

শরীয়তপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা হজরত আলী বলেন, যৌতুক না দেয়ায় স্ত্রী মধুকে হত্যা করেছে ঘাতক স্বামী এবাদুল। আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, আমরা এ রায়ে খুশি হয়েছি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের উপর হামলা, যুবক নিহত

বরিশালে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের উপর হামলা, যুবক নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে এবং বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল

শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে সেবা হাব

শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে সেবা হাব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্য সংলগ্ন স্থানে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ইউএনও মোঃ

নাটোরে বিস্কুটে ময়লা, কেকে ফাঁকি! জরিমানা গুনল তিন বেকারী

নাটোরে বিস্কুটে ময়লা, কেকে ফাঁকি! জরিমানা গুনল তিন বেকারী

নাটোরের বড়াইগ্রামে তিনটি বেকারি কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভুয়া সিএম লাইসেন্স প্রদর্শনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ এপ্রিল (সোমবার) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতটি ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী

তাড়াশে ভ্যান চালক হত্যা: চা-স্টল থেকে মৃত্যু পর্যন্ত, প্রেম-প্রতারণার ফাঁদ

তাড়াশে ভ্যান চালক হত্যা: চা-স্টল থেকে মৃত্যু পর্যন্ত, প্রেম-প্রতারণার ফাঁদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পিকআপ ভ্যানচালক রাশেদুল ইসলাম (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরকীয়ার জেরে এবং অন্যকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি সেলিম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের শামসুল হোসেনের ছেলে। সিরাজগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের ওসি একরামুল হক ও

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।     অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যাললের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ