প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১
দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, আফতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মুক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মোঃ তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান (মিলন), ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, আসমান জামিল, রহিম বাদশা, মনোয়ার হোসেন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।