প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর-প্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার চর-প্রসন্নদি এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার চাপড়ি এলাকার ওমর আলী বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস ও কুষ্টিয়া জেলার খুকসা এলাকার মোসা মৃধার ছেলে সজিব মৃধা।পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে।