প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
নানি থেকে নাতিন ৭০ বছর ধরে অন্যের বাড়ি বসবাসকারী সেই ময়ূরীরকে বাড়ি ও ঘর তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
পাঠকপ্রিয় সাপ্তাহিক হৃদয়ে শরীয়তপুরে এ সংক্রান্ত খবর প্রকাশিত হবার পর ওই ময়ূরীর পরিবারের জন্য দায়িত্ববোধ থেকে জেলা প্রশাসক মোঃ পারভেজ হোসেন এর নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছেন ইউএনও। বুধবার (১৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় ইউএনও মনদীপ ঘরাই ঘর নির্মাণের বিষয়ে ময়ুরীর মা আছিয়া বেগমকে আশ্বস্ত করেন।
এছাড়া ময়ূরীদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি অনুদানে একটি ঘর তৈরি করে দেওয়াসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এমন আশ্বাস পেয়ে ময়ূরীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, গতকালকে নিউজ করার পর ডিসি স্যার আমাকে নির্দেশ দিয়েছে টেক একশন আমি ডিসি স্যারকে বলেছি আগামীকালকে যাবো। এখানে এসে আমি দেখলাম ওনাদের নিজস্ব কোনো জমি নেই উনারা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়।
মাননীয় প্রধানমন্ত্রী যে উপহারের ঘর দিচ্ছে আমি অঙ্গীকার করছি দ্বিতীয় পর্যায় ঘর আসছে সেই ঘর থেকে উনাকে একটি ঘর দেওয়া হবে এবং আমরা ঘর দিয়ে যে দায়িত্ব শেষ তা না ঘর দেওয়ার পর ওনারা যাতে ভালোভাবে চলতে পারে সেই দিকে আমরা প্রশাসনের ও স্থানীয়দের নিয়ে কাজ করব। এসময় তিনি নিউজ করায় সাংবাদিকের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন পালং ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ জুয়েল, দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, এলাকার মুরব্বি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, মোঃ দিপু সরদার, মামুন মৃধা,মোঃ মামুন মাদবর,
স্বদেশে পতিদিনের জেলা প্রতিনিধি এসএম স্বাধীন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, সাপ্তাহিক হৃদয়ে শরীয়তপুর এর স্টাফ রিপোর্টার মোঃ তানভির ইসলাম মল্লিক প্রমুখ।