প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে গাঁজাসহ নুরচান নামের একজন কে আটক করেছে পুলিশ। গাঁজা পাচার কালে তার শরীরে পলিটিনের টেপ মোড়ানো অবস্থায় আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ।
আটকৃত মাদক পাচারকারী নুরচান (৬৮)কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চানপুর গ্রামের কুড়েরপাড় এলাকার মৃত তোফা চানের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা সুত্রে জানান,মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি )দুপুর২টায় গোপন সংবাদের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার(ওসি) নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এএসআই শওকত,এএস আই হাসান আলী,
এএসআই গোরাঙ্গ সংগীয় ফোর্সসহ তাকে আটক করে।আটকের কথা স্বীকার করে,খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ সাহাওয়াত হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড় মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচিলনা করে মাদক পাচারকালে নুরচান নামের এক মাদক পাচারকারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।ওসি এ সময় আর বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে,মাদক বিরোধী অভিযান চলবে।