প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৭
লালমনিরহাটের হাতীবান্ধায় আলিমুদ্দিন সরকারি কলেজের হিসাব রক্ষক মাসুদ হোসেনের বাবা মৃত আবুল হোসেনকে রাজাকার আখ্যায়িত করে ফেসবুকে স্ট্যাটাস দেয় জাহাঙ্গির আলম হিরু নামে এক যুবক। আবার ওই স্ট্যাটাসে আপত্তিকর কমেন্টস করেছেন তারই তিনভাই মিজানুর রহমান, মানিক হোসেন ও নজরুল ইসলাম।এরই প্রতিবাদে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কর্মস্থল হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ হলরুমে সংবাদ সম্মেলন করেছেন হিসাব রক্ষক মাসুদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি সংবাদকর্মীদের বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলার পশ্চিম বেজগ্রাম গ্রামের সুলতান হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম হিরু, মিজানুর রহমান, মানিক হোসেন ও নজরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বাবাকে ৭১ এর রাজাকার হিসেবে আখ্যায়িত করে গুজব ছড়াচ্ছে। আমার বাবা মরহুম আলহাজ্ব আবুল হোসেন একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন।
আমার ছোটভাই সেলিম হোসেন সাবেক টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। আমি নিজেও চাকরির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে জড়িত। এলাকায় আমাদের সামাজিক পরিচিতি রয়েছে। এই স্ট্যার্টাসে আমরা পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি উক্ত স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম মিঠু মুঠো ফোনে এ ধরনের স্ট্যাটাস দেয়ায় অনুতপ্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ঈদগাহ মাঠের নামে আমাদের মালিকানাধীন ২ শতাংশ জমি দখল করার পাঁয়তারা করছেন ওই ঈদগাহ মাঠ সম্পাদক মাসুদ হোসেন। বাধা দিলে আমার বাবার নামে মাইকিং করেছেন। এ বিষয়ে আবেগ তাড়িত হয়ে স্টাটাসটি দেই। ভুল বুঝতে পাওয়ায় উক্ত স্ট্যাটাসটি ডিলেট করেছি।