প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫
শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) শরীয়তপুর পৌরসভা নবনির্বাচিত জনতার মেয়র এ্যাড.পারভেজ রহমান জনকে পৌরসভার দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল।
পৌরসভায় আয়োজিত হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, সাবেক মেয়র আব্দুর রব মুন্সি, পৌরসভার সাবেক চেয়ারম্যান এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার,
পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আমির হোসেন খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর বিল্লাল হোসেন খান , ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু বেপারী , ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন ঢালী , ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কাশেম মোল্যা , ৬নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন মোহাম্মদ আলমগীর,
৭নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন শিকদার, ৮ নং ওয়ার্ডবকাউন্সিলর মো. ফরিদ হোসেন শেখ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর কেএম পলাশ, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসী আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা মাহমুদা খানম, ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইমু আক্তার, জেলা যুবলীগ নেতা মতিউর রহমান মামুন, মোহাম্মদ জামাল মল্লিক, বোরহান মুন্সি, সমির দাস, ফরিদ ঢালী, নিরু হাওলাদার প্রমূখ।