প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৬
এসময় বিক্ষোভকারীরা "ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। কুবির মাটি সিঙ্গেলদের ঘাটিসহ নানা স্লোগান দেয়। প্রেমের নামে নষ্টামি চলবে না চলবে না।" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সভাপতির বক্তব্যে অনিক বলেন, “আজ সুন্দরবন দিবস। তাই আমাদের টি-শার্টের রঙ হলুদ। কিন্তু এমন একটি দিবস কে ভালবাসা দিবস বানিয়ে প্রেমের নামে যে নষ্টামি ও অবেহায়াপনা শুরু হয়েছে তা চলতে পারে। এতে শিক্ষার্থীসহ অনেকেই বিপদগামী হচ্ছে।
তাই আমরা অনৈতিক প্রেমের বিরুদ্ধে অবস্থান করছি। তবে আমরা প্রেমের বিরুদ্ধে নই বরং পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান করছি আমরা। এমনকি প্রয়োজনে গণবিবাহের আয়োজন করা হবে।”
এসময় বিক্ষোভ মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল হাবিব, মাজহারুল ইসলাম, সালমান শান্ত, মোশারফ হোসেন, ফয়সাল, আবদুল্লাহ মামুন, শাহেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।