প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে । শনিবার রাত সাড়ে নয়টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-টাঙ্গাইল সদর থানার নরসিংপুর এলাকার মোঃ আব্দুলার স্ত্রী জোবায়েদা (৩২) ও গাজীপুর কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়শা (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানা ছুটি হওয়ার পর চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই দুই নারী শ্রমিক। টাঙ্গাইলগামী একটি ট্রাক পিছন দিক থেকে তাদের চাপা দেয় চলে যায় । ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক মারা যান।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক বলেন,লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।