প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায়
শহরের এটিম মাঠে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। পরে এটিম মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে প্রায় ২হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন।
ম্যারাথনে অংশগ্রহনকারী নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন জানান, এই প্রথম আমি ৫কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করলাম। সেনাবাহিনীর এমন আয়োজন অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে।
নওগাঁর শহরের মাষ্টার পাড়া মহল্লার গৃহিনী ফারাহ বৃষ্টি বলেন, ম্যারাথনে সব বয়সের নারী-পুরুষের অংশ গ্রহনে খুব সুন্দর একটি আয়োজন করেছেন সেনাবাহিনী। সেখানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর যদি এমন আয়োজন করা হয় তবে আমরা অবশ্যই অংশ গ্রহন করবো।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক এর মেজর মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০টি উপজেলায় এই ম্যারাথান অনুষ্ঠিত হবে।