প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৯
২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে বক্তব্য দেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোছাঃ মর্জিনা বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, অরুয়াইল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা (মিলন),
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহিদ খালেদ জামিল খান,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক,
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্ত(ভারপ্রাপ্ত) মোঃ সাহাদাত হোসেন ভুইয়া.যুবলীগ নেতা মোঃ বিলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন ও গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।