প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৬
এলপিজি গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। প্রথম দফায় গ্যাসের দাম বৃদ্ধির চাপ সামাল দিয়ে ওঠার আগে ফের গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।
গণসংহতি আন্দোলন বরিশালের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন আরিফুর রহমান মিরাজ, মারুফ আহম্মেদ, হাসিবুল ইসলাম, ইয়াসমিন সুলতানা, জামান কবির প্রমুখ।