প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ১:৩৬
এক টানা তৃতীয়বারের মতো নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী নজমুল হক সনি। বিএনপির মনোনীত প্রার্থী নজমুল ভোট পেয়েছেন ২৯ হাজার ২৬৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।
পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, বিজয়ী বিএনপির প্রার্থী ভোট পেয়েছেন ২৯ হাজার ২৬৯টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল নারিকেল গাছ মার্কায় ভোট পেয়েছেন ১২ হাজার ৪৩৫ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী আতিকুর রহমান হাত পাখা মার্কায় ভোট পেয়েছেন ৭ হাজার ৯৬৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ৪০৯ ভোট। নওগাঁ পৌরসভার মেয়র পদে ৫জন প্রার্থী ছিলেন।