প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১৭:৪৩
টাঙ্গাইলের ভূঞাপুরে চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ পরিচালনা করে তাদেরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন। সাথে ছিলেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক সজলসহ সঙ্গীয় ফোর্স ।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে চরাঞ্চল থেকে বালু উত্তোলন করে আসছিলো।
দুপুরে যমুনার চরাঞ্চলে বালু উত্তোলনের দায়ে কুকাদাইর-জিগাতলা এলাকা থেকে ৩ জনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।