প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ২০:২৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রড় গোবিন্দপুরএলাকায় একটি সরকারি নতুন হাসপাতালের মোড়ক উন্মোচন ও কয়েকটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক ও সংস্কারের কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের পরে উপজেলার বড় গোবিন্দপুর বৌড়া চালা বাজার, হোসেন মার্কেট, পামওয়েল বাজার, বাংলা বাজার সংলগ্ন সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।