প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১৪:২৯
বাংলার মাঠ ঘাট জুড়ে যেন এখন কৃষকের জমিতে দিকে দিকে যেন বান ডেকেছে সোনালী হলুদের। মাইলের পর মাইল শুধু হলুদ ফুলের বন্যা। হ্যাঁ, বলছি সরিষা বা সর্ষে ফুলের কথা। এমন একটি মৌমাছির গুনগুনানির সোনালি সমুদ্রে নিশ্চয়ই ছুটে যেতে ইচ্ছা করছে আপনার।
আজ ব্রাহ্মণবাড়িয়া( ৩১২) সংরক্ষিত আসনের সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) নিজে সরিষা ফুলের গন্ধে বাংলার গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা। আর করবেই বা না কেন?
এখনই তো সেই সময়! সবচেয়ে মজার ব্যাপার হলো সর্ষে রাজ্যে ডুব দিতে খুব দূরে কোথাও যেতে হবে না আপনাকে। আপনার অবস্থানের কাছাকাছিই মিলবে এমন নয়নাভিরাম চোখ ধাঁধানো ফুলের বাহার।