প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১৩:১৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডে আজাদ হোসেন কাউন্সিলর পদে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ পৌর সভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভোটাররা নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে।
উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মোট কেন্দ্র ৩ টি। সব কেন্দ্রেরই ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আজাদ হোসেন (পানির বোতল) প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৮ শত ১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন
অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী জহুরুল ইসলাম (উট পাখি) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬ শত ৫৯ ভোট, জানে আলম (ডালিম) প্রতীকে পেয়েছেন ২ শত ৮৭ ভোট,ঠান্ডু সরকার (ব্রীজ) প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট,হারান সরকার ( পাঞ্জাবী) প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট।
এই ওয়ার্ডে মোট সাধারণ কাউন্সিলর (পুরুষ) ৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে আজাদ হোসেন বিজয় লাভ করেছে।আলোচিত এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন র্যাবের টিম, বিজিবি, পুলিশ সদস্য, আনসার বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন।