প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ২৩:০
নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল কবির চৌধুরী বিজয়ী হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৭ হাজার ৬৮৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতিকে আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ১৫০ টি।
মোট ভোট শনিবার রাত ৯টার দিকে বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন পতœীতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার জাহিদুর রহমান। এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পূর্ন হয়।
অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন বলেন, আমি মৌখিক ভাবে নির্বাচন কর্মকর্তাকে ভোট কারচুপি, আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ জানিয়েছি। তাৎক্ষনিকভাবে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আগামীকাল সকালে আমি জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের করে বিস্তারিত তুলে ধরবো।
নৌকা প্রতীকে বিজয়ী রেজাউল কবির চৌধুরী জানান, অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। পৌরসভার সার্বিক উন্নয়ন ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্ঠা ছিল সেটা পৌরবাসী উপলব্ধি করে পূণরায় আমাকে আবারও জয়যুক্ত করেছেন। সবাইকে সাথে নিয়ে পেরৈসভার উন্নয়নে কাজ করতে চাই। আমি নজিপুর পৌরবাসীর কাছে চির কৃতজ্ঞ।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওর্য়াডে মো. মুজাহিদ , ২নং ওর্য়াডে অরুন পাল, ৩ নং ওর্য়াডে আব্দুল মজিদ , ৪নং ওর্য়াডে যুগল চন্দ্র , ৫ নং ওর্য়াডে সুর্দশন সরকার , ৬নং ওর্য়াডে আপেল মাহমুদ , ৭ নং ওর্য়াডে মোস্তফা কিবরিয়া , ৮ নং ওর্য়াডে সূর্য্যকান্ত সরকার, ৯ নং ওর্য়াডে মিজানুর রহমান মিঠু জয় পেয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ফারহানা বেগম, শাহানাজ বেগম এবং ফারজানা বেগম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার জাহিদুর রহমান জানান, নির্বাচনে ৭৫ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে। এবারই প্রথম এই পৌরসভায় ইভিএমে ভোট হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোন প্রার্থী সুনির্দিষ্টভাবে অভিযোগ করেননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নজিপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও নারী ভোটার ৮ হাজার ৭৮২ জন। ৯ টি ওয়ার্ডে ভোট গ্রহনের জন্য ৯টি ভোট কেন্দ্রে ৪৮ টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।