প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১৭:৪৯
গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে উপজেলার চন্দ্রা এলাকার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ধর্ষিতা বিথী জানায়,ঢাকার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বেক্রিমকো কোম্পানীর শ্রমিক বিথী আক্তার (২০) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধামরাই এলাকার বৈন্না গ্রামের আব্দুস সাত্তারের সাথে।
যার সুত্র ধরে গত ৫ জানুয়ারী বিয়ের প্রস্তাব দিয়ে মোবাইল ফোনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর কবরস্থাানের পাশে ডেকে নেয় বিথীকে। ডিউটি শেষে রাত ১১টায় সেখানে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রেমিক সাত্তার (৩০) মামুন(৩২) পিতা বিষু সাং বাউজা, সোহেল (২৫) পিতা হাবিবুর রহমান সাং দক্ষিন খাগাইল থানার ধামরাই।
সাত্তার ও দুইবন্ধু মিলে বিথীকে জোড়পূর্বক লেবু বাগানে নিয়ে গণধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পরলে রাত ৩টার দিকে অটোরিস্কা ভাড়া করে তাকে বাসায় পাঠিয় দেয়। পরের দিন তার শারীরিক অবস্থাার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে।
চিকিৎসা শেষে তিনি ১২জানুয়ারী ৩জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অজ্ঞাত কারণে শুধু সাত্তারের নাম উল্লেখ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯ (১)ধারায় ১২ নং মামলা গ্রহণ করে।
এ ঘটনার ১০ দিন পরে শনিবার ধর্ষণকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে চন্দ্রা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই রাজিব সিকদ্দার জানান , ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।