প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৭
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নবাগত ইউএনও মোছাঃ ইশরাত জাহান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম, সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু,
যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ কামাল হোসেন,ক্রীড়া সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকার সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সভাপতি শাহ আলম প্রামানিকের সভাপতিত্বে প্রেসক্লাবের বাৎসরিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়। বাৎসরিক সাধারণ সভায় গত এক বছরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।