প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১২:২
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ীসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম এলাকার মধ্যপাড়া নামক সড়কের পাশে এই অগ্নি দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকান্ডে মৃত হোসেন আলীর পুত্র তাজম আলির বাড়ির ৩টি ঘর ও নগদ টাকা ভস্মীভূত হয়। এছাড়াও ৩ টি গরু পুড়ে যায়। প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। মূহুর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে।
তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ^বতী উপজেলার নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তাজম আলি জানান, তার ৩টি টিনের ঘর সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।