https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীর কর্মীকে ডেকে কোপালেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৭:২১

শেয়ার করুনঃ
নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীর কর্মীকে ডেকে কোপালেন

বরগুনা পৌরসভা নির্বাচনে প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মীকে বাসায় ডেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারী কাউন্সিলর প্রার্থীর নাম নাসরিন নাহার সুমি।

একই ওয়ার্ডে তিনি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আহত ওই কর্মীর নাম মো. দেলোয়ার হোসেন (৪৫)। তিনি বরগুনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের কর্মী।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আহতাবস্থায় উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নাসরীন নাহার সুমির বাসায় এ ঘটনা ঘটে।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘বরগুনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের টেলিফোন প্রতীকের পক্ষে বাসায় বাসায় গিয়ে ভোট চাইতে আমি শহীদ মিনার এলাকায় যাই।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় নিপা আক্তারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন নাহার সুমি আমাকে তার বাসা থেকে দেখে ফেলেন। পরে তিনি আমাকে ডেকে বাসায় নেন। এসময় আমি কার পক্ষে প্রচারণা চালাচ্ছি, তা তিনি জানতে চান। আমি নিপা আক্তারের টেলিফোন প্রতীকের প্রচারণা চালাচ্ছি, বলতেই তিনি আমাকে গালাগাল শুরু করেন।

আমি এর প্রতিবাদ করতেই তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ বসিয়ে দেন। পরবর্তীতে তার বাসার আশপাশে টেলিফোন প্রতীকের প্রচারণা চালাতে না যাওয়ার জন্য সতর্কও করে দেন। পরবর্তীতে ওই এলাকায় ভোট চাইতে গেলে অবস্থা খারাপ হবে বলেও আমাকে হুমকি দেন তিনি।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘আহত দেলোয়ার হোসেনের মাথায় আঘাতের ফলে ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে এ আঘাত গুরুতর নয়। তার মাথায় কী দিয়ে আঘাত করা হয়েছে, তা-ও স্পষ্ট নয়। তারপরও ঝুঁকি এড়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তার বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরীন নাহার সুমি আমাকে ও আমরা কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। এবার প্রচারণার সময় তিনি নিজেই আমার এক কর্মীকে বাসায় ডেকে নিয়ে মাথা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে যখম করেছেন। এ ঘটনায় আমি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অভিযুক্ত নারী কাউন্সিলর প্রার্থী নাসরিন নাহার সুমি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এ অভিযোগ মোটেই সত্য নয়। আমার জনপ্রিয়তায় ভাটা লাগাতে আমার এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন।’

এ বিষয়ে বরগুনা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মির্জাগঞ্জ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের ছেলে। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং উপজেলা পরিষদের সাবেক

মৌলভিরহাট লঞ্চঘাট সচল করার দাবিতে মানববন্ধন

মৌলভিরহাট লঞ্চঘাট সচল করার দাবিতে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলার মৌলভিরহাট লঞ্চঘাট পুনরায় সচল করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভিরহাট লঞ্চঘাটে গুয়াবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নিয়ে এই দাবির পক্ষে নিজেদের অবস্থান জানান। মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল ওই এলাকার জনগণের ব্যানারে, যেখানে স্থানীয় জনগণের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে। এলাকার বক্তাগণ বলেছেন, "মৌলভিরহাট লঞ্চঘাটটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী ঘাট। এটি

আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় সংবাদ সম্মেলন

আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় সংবাদ সম্মেলন

সাভারের আশুলিয়ায় হত্যার চেষ্টা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা। বুধবার (৯ এপ্রিল)  দুপুর ১২ টার দিকে আশুলিয়ার খেজুরটেক তালতলা এলাকায় প্রভাতী বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, আপনারা জানেন গত ৭ এপ্রিল আমার বিরুদ্ধে আওয়ামী দোসর

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, সুমাইয়া আক্তার রিমি ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী কাওসার হোসেন ওরফে মিন্টু

ইউএনওর বিরুদ্ধে আ.লীগের পক্ষে প্রচারনার অভিযোগ, প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

ইউএনওর বিরুদ্ধে আ.লীগের পক্ষে প্রচারনার অভিযোগ, প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে সাধারন শিক্ষার্থীদের আক্রমণের মুখে পড়েছেন। শিক্ষার্থীরা ৯ এপ্রিল জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে একটি আবেদন করেছেন, যাতে ইউএনও মাসুদ রানা এই পদ থেকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরে ‘ইউএনও বকশিগঞ্জ জামালপুর’ নামে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে আপলোড করা একটি প্রোফাইল পিকচার