প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৬:২৬
দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি এম.কে. রানা,
সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়া শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল বিভাগে কর্মরত সকল জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী।