প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ২২:৯
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলামের গণসংযোগ জনসমুদ্রে পরিনত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে কয়েক হাজার নেতাকর্মী, সামর্থক জড় হয়।
পরে নেতাকর্মীরা একত্রিত সরকারি আকবর আলী কলেজ থেকে নির্বাচনী গণসংযোগ পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে নৌকা প্রতীকের ভোট চেয়েছেন। এসময় পৌর মেয়রের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,
ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা,উপজেলা আঃলীগের যুগ্ম আহব্বায়ক মাহবুব সারোয়ার বকুল,আহব্বয়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
পৌর নির্বাচনে নৌকার শেষ প্রচার-প্রচারণায় লোকজনের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। সবার মধ্যে উৎসব আমেজ ছিলো। আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভা ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আঃলীগ ছাড়াও বিএনপির আজাদ হোসেন (ধানের শীষ),বিএনপির বিদ্রোহী বেলাল হোসেন স্বতন্ত্র (মোবাইল) প্রতীকে অংশগ্রহণ করছেন।