প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৪০
আশাশুনিতে রোপনকৃত ৫০টি গাঁজা গাছসহ এক জন আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবিরের নেতৃত্বে বুধবার দুপুরে এসআই মিলন হোসেন ও পিএসআই নুর মোহাম্মাদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদরের হাড়িভাঙ্গা গ্রামের আশুতোষ সরকারের পুত্র মাধব চন্দ্র সরকার (৬০) কে আটক করে।
জিজ্ঞাসাবাদে তার স্বীকারুক্তি মোতাবেকব বসত বাড়ির দক্ষিন পার্শ্বে নিজ জমিতে রোপন করা ৫০টি ছোট বড় গাঁজা গাছ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় ১০(০১)২১ নং মামলা দায়ের করা হয়েছে।