প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ২৩:২৯
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের হাজী মোজাহার উদ্দিন ব্রিকস ও সাফদার ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাজী মোজাহার উদ্দিন ব্রিকসকে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় ১ লক্ষ টাকা এবং সাফদার ব্রিকসকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন করায় ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ইটভাটা দুইটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে হাতিয়ায়ও অভিযান শুরু হয়েছে।
পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কয়েকদিন পূর্বে অভিযান চালিয়ে আরও ২ টি ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল