প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০:২৩
বরগুনা পৌরসভা ২০২১ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ইশতেহার ঘোষণা করেছেন।সোমবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই ইশতেহার ঘোষণা করা হয়।
এই ইশতেহারে ৩১ দফা উন্নয়নের লিখিত ইশতেহার পাঠ করে শোনান নির্বাচন পরিচালনা মিডিয়া সেলের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
ইশতেহারে উল্লেখ করা হয়েছে- বরগুনা পৌরসভাকে নান্দনিক, জনসেবামূলক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করা, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, ক্লিন বরগুনা, শিশুদের জন্য শিশু পার্ক নির্মাণ,
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, ধর্মীয় প্রতিষ্ঠানে ফ্রি পানি সরবরাহ করা, সকল ঠিকাদারদের জন্য কাজের টেন্ডার উন্মুক্ত করা, নাগরিক সমস্যা সমাধানে প্রতিমাসে জনতার মুখোমুখি মেয়র সভার আয়োজন করা হবে, সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করা, ওয়ানস্টপ সার্ভিস চালু করা ইত্যাদি।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো: হুমায়ূন কবীর,
যুগ্ম সম্পাদক জেলা আওয়ামীলীগ আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, মনিরুজ্জামান নশা, সাবেক মেয়র আ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগ সদস্য মশিউর রহমান শিহাবসহ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।