প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১৯:৫৬
শ্যামনগর উপজেলা সোমবার বিকাল ৩টায় সদরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠে। নকিপুর ক্রিকেট জায়ান্ট এর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাসহ নকিপুর একতা যুব সংঘের আয়োজনে বঙ্গবন্ধু ইউনিয়ন ‘টি-টেন’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আটুলিয়া ইউনিয়ানকে হারিয়ে শ্যামনগর সদর ইউনিয়ান চ্যাম্পিয়ন হয়।
নকিপুর জায়ান্টের চেয়ারম্যান এস,এম সায়েদ বিন হায়দার রাজীবের সভাপতিত্বে ফেরদাউস হায়দার সাবিক ব্যবস্থাপনায় এসময় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহুরুল হায়দার বাবু (পিপি) চেয়ারম্যান ৩নং শ্যামনগর সদর ইউনিয়ান পরিষদ (প্রস্তাবিত পৌরসভা) বিশেষ অতিথি শ্যামনগর ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি সাবেক সভাপতি শ্যামনগর প্রেস ক্লাব জি এম আকবার কবির, নওয়াবেকী ডিগ্রী কলেজের প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষন্দে মুখাজী।
রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম, ক্রিড়া সংগঠক আদম আলী, দেবাশীস মুখার্জী প্রমুখ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শ্যামনগর সদরের সোহাগ ও ম্যান অফ দ্যা সিরিজ বাবু। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি মনিটর দেওয়া হয়।
প্রসংগত উল্লেখ্য মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে নকিপুর একতা যুব সংঘের উদ্যোগে দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার আটটি দল অংশ নিচ্ছে। রোববার চারটি খেলা অনুষ্ঠিত হওয়ার পর সোমবার সকাল থেকে দু’টি সেমি ফাইনাল ও দুপুরের পর ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছে ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস ও শামসুল হুদা ঝন্টু। এছাড়া ধারাভাষ্যের দায়িত্বে, আব্দুল্লাহ সিদ্দিকী,শাহাজান সিরাজ, হাবিবুর রহমান,জিএম নুরমোহাম্মদ।