প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১৩:৪১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলষ্টেশনে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার।আজ সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জগধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মৃত কলিম উদ্দীনের ছেলে ঠাকুরগাঁও জেলা জর্জশিপের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ রেলওয়ে সহকারী স্টেশনের মাস্টার সোহরাব হোসেন সুজন বলেন,
সকালে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় রেলস্টেশন থেকে ছেড়ে আসে। সকাল ১০টার দিকে উপজেলার জগধা এলাকায় মোটরসাইকেল নিয়ে দুইআরোহী রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।