প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১৮:৩১
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল। তবে পুলিশী বাধার কারণে মিছিলটি পন্ড হয়ে যায়।
রবিবার সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর
সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর স্বোচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি নুরুল মোমিন কোটন, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান, আরমান
সিকদার নুন্না, প্রচার সম্পাদক ডাঃ আরিফুর রহমান আনিস, মুসা, কামাল হোসেন, বাবুল খান সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। এসময় নেতা কর্মীরা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শুধু বিএনপির ভোটের অধিকার নষ্ট করে নাই।
তারা সারা দেশ গ্রাম-গঞ্জের সাধারন মানুষের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সকল কর্মীরা আন্দোলনে রাজপথে লড়াইয়ের মধ্যদিয়ে সাধারন মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করার অঙ্গিকার করেন।