প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১৮:১৯
বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন
বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রবিবার সকাল ৯ টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা আ’লীগ সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার
মিরা, মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক অবদুল্লাহ সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও শ্রদ্ধা
নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।