প্রকাশ: ৯ জানুয়ারি ২০২১, ১৯:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
লালমনিরহাটে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা।
কম্বল বিতারণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার টি এম রাহসীন কবির, সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, পি আইও ফেরদৌস আহমেদ।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।