প্রকাশ: ৯ জানুয়ারি ২০২১, ১৮:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, আমরা রাষ্ট্রের সুরক্ষায় অতি বিশ্বস্ত আগুয়ান এক বাহিনী যাঁদের জনগণকে পাশে নিয়ে অগ্রভাগে থেকে সেবা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় । সেই চেতনা অবশ্যই বজায় রেখে নতুন বছরের উদ্দ্যম কাজে লাগিয়ে আরও শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে। বাংলাদেশ পুলিশে অপেশাদার কর্মকান্ডের কোন সুযোগ নেই। শনিবার সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক "উদ্দীপনা মূলক কর্মশালা- ২০২১" অনুষ্ঠানে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিএমপি কমিশনার আরও বলেন, পৃথিবীর সব মানুষ খারাপ হলেও "মা" এর কোন বদনাম যেমন অসহনীয়, তেমনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশের কোন বদনাম অসহনীয়। তিনি বলেন, নিরপেক্ষ তথ্য উপস্থাপন করেও কখনো কখনো ক্ষণিকের বদনাম পোহাতে হয়। সুতরাং মানবাধিকার সমুন্নত রেখে , নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, সরকারের দেয়া সর্বোচ্চ সুযোগ সুবিধায় সন্তুষ্ট থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে, নিয়ত ঠিক রেখে চাকুরী করলে বেহেশতে যাওয়ার পথ সুগম রয়েছে। প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে,পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।
কর্মশালায় গেষ্ট স্পীকার হিসেবে " শিষ্টাচার ও সদাচরণ " শীর্ষক আলোচনা রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ -পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।