প্রকাশ: ৭ জানুয়ারি ২০২১, ১৮:১২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে উপজেলার উচালিয়া পাড়ার মোড়ে সামনে সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,
সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব প্রার্থী এডঃ নুরুজ্জামান লস্কর তপু'র নেতৃত্বে বিএনপির মানববন্ধন পালন করে।মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে সকালে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের ব্যানারে আজ সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন পালন করা হয়েছে।