প্রকাশ: ৬ জানুয়ারি ২০২১, ১৮:৩২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছে এপিবিএন’র (আর্মস পুলিশ ব্যাটালিয়ন) ২ সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন সাইফ ইকবাল রিয়েল (২৩) ও মাকদাদুর রহমান (২২)। তারা বগুড়া-৪ এপিবিএন’র সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার বিকেলে সদর ইউনিয়নের নলেয়া গ্রামে মাদক ব্যবসায়ী শওকত আলী (৬০) ও তার ছেলে এরশাদ আলীর (৩৭) বাড়িতে মাদক উদ্ধার করতে গেলে তাদের অতর্কিতে হামলা এপিবিএন’র সদস্যরা গুরুতর আহত হয়।
পরে কিছুদূরে থাকা এপিবিএন’র অপর দুই সদস্য এসে তাদের উদ্ধার করে। হামলায় সাইফের হাত ও পা ভেঙ্গে যায়। আহতদের প্রথমে ভূরুঙ্গামারী হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মাদক দ্রব উদ্ধার সহ শিমুল, এরশাদের স্ত্রী আদুরী ও বোন শাবানাকে আটক করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্যের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলা। ওসি মুহা. আতিয়ার রহমান জানান, তিনি ঘটনার কথা শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।