প্রকাশ: ৪ জানুয়ারি ২০২১, ১৭:৪
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।সোমবার (৪ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে কেক কেটা ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়, শাহিন আলম, হাফিজ, বাধন, অঙ্কন নয়ন, আশিক, সৌমিক, হিরোক, নাবিল, রকিসহ প্রমুখ।
ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়৷ আগামীকাল ইবি ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ছাত্রলীগের দলীয় টেন্ডে কেক কেটে দিবসটি উদযাপন করেন বলে জানা যায়।