প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০:৪৮
সাতক্ষীরার শ্যামনগরে শ্রীফলাকাঠি যীশুনাম আশ্রম পরিদর্শন করেন ইটালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নুন্জিআটা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীফলাকাঠি যীশুনাম আশ্রম এসে পৌছান তিনি। আশ্রমে পৌছানোর সাথে সাথে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শ্যামনগর উপজেলার যীশুনাম আশ্রম এর পরিচালক ফাদার লুইজী পাজ্জী ও আশ্রমের কর্মী বৃন্দ।
কৃষ্ণপদ মুন্ডার সঞ্চালনায় নাচগান এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ইটালিয়ান রাষ্ট্রদূত শ্যামনগরে ক্ষুদ্র জনগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের খবরা খবর নেন।এসময় ইটালিয়ান রাষ্ট্রদূতের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সুপেরিয়র জেভেরিয়ান এসোসিয়েশনের ফাদার পিয়ের লুইজী,
সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ মোঃ ইয়াছিন আলী, মংলা সেন্ট পলস হসপিটালের ইনচার্জ ডাক্তার বিনয় দাস, শ্যামনগর যীশুনাম আশ্রম এর পরিচালক ফাদার লুইজী পাজ্জী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা , সামস এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা ও দলিত এর নির্বাহী পরিচালক স্বপন দাস প্রমুখ।