প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৩৫
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুরে র্যালী ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে লালপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ এসময় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপিস্থত ছিলেন।