প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৩
নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে নওগাঁয় পৌঁছালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং সংবর্ধনা প্রদান করেন।
এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রায় করে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নৌকার মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নির্বাচনে আমি জিতলে নওগাঁবাসী জিতবে। নওগাঁ শহরকে মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার আমার। ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে দলের সকল নেতাকর্মী-সর্মথক ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আওয়ামীলীগ নেতা ইলিয়াস তুহিন রেজা, সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম তোতা, ইসতিয়াক আহমেদ ইমরান, শাহ পরান নয়নসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।