প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৪
আশাশুনির বুধহাটা বাজারের ইসলামীব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় পল্লী বিদ্যুতের বিল গ্রহন কালে প্রকৃত বিল ছাড়া অগ্রিম তারিখ দিয়ে অতিরিক্ত মাশুল গ্রহন করছে বলে অভিযোগ পাওয়া গেছে॥
অভিযোগে প্রকাশ,আশাশুনির বুধহাটা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যাক্ষ অজয় পাইন তার নিজ নামীয় বিদ্যৎ বিল পরিশোধের জন্য বুধহাটা মালেক মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় পাঠায়,তার প্রকৃত বিল ছিল তিন শত আটাশ টাকা।
কিন্তু বিলে ৩ রা জানুয়ারী ২০২১ তারিখ লিখে ও সিল মেরে সই করে তিন শত তেতাল্লিশ টাকা গ্রহন করা হয।বিষয়টি তার নজরে আসলে তিনি ব্যাংকে যেয়ে এজেন্ট প্রধান মেজবাহ উদ্দীনের কাছে জিঞ্জসা করলে তিনি বলেন,আজ পল্লী বিদ্যুৎ এর সার্ভার বন্ধ তাই অগ্রিম তারিখ দিয়ে বিদ্যুৎ বিল গ্রহন করা হচ্ছে।
অথচ তার সামনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ,বুধহাটা শাখায় কোন চার্চ চাড়া বিদ্যুৎ বিল গ্রহন করা হচ্ছে।ইসলামী ব্যাংক এজেন্ট শাখা টি এ ভাবে কয়েক শত গ্রাহকের কাছ থেকে অভিনব পন্থায় হাজার হাজার টাকা পকেটস্থ করেছে এজেন্ট ব্যাংক টি।এ ব্যাপারে এলাকার বিশিষ্ট জনরা বলেছেন,একটি ব্যাংক আর্থিক লেনদেনের নিরাপত্তা দিয়ে থাকে।
কোন ব্যাংক কোন অগ্রিম তারিখ দিয়ে কোন কিছু ইস্যু বা গ্রহন করতে পারেন না।তাহলে ব্যাংকের লেনদেনের ব্যাপারে প্রশ্ন দেখা দেয়।বিষয় টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধত্তন কতৃপক্ষের দৃষ্টি আকার্ষন করেছেন ভুক্তভোগি মহল।