প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৪২
আশাশুনি উপজেলার বুধহাটায় বারি রসুন-১ ও ভুট্টা প্রদর্শণী পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়েছে। সোমবার প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করা হয়। বুধহাটা ইউনিয়নে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শণী ক্ষেতে কৃষকরা চাষাবাদ করেছেন।
৫ নং বুধহাটা ব্লকের ৫ নং ওয়ার্ডের শ্বেতপুর গ্রামের চাষী মোছাঃ জোহরা খাতুন এর বারি রসুন-১ প্রদর্শণী পরিদর্শন, সাইনবোর্ড স্থাপন ও সেচ প্রদানের কাজ পরিদর্শন করেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি চাষীর কাজ পরিদর্শন ও কাজ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এছাড়া একই গ্রামের চাষী আবুল কালাম সানাকে একই প্রকল্পের আওতায় সুপার সাইন-২৭৬০ ভুট্টা প্রদর্শণীর সহায়তা করা হয়েছে। প্রদর্শনী ক্ষেত পরিদর্শন, সাইনবোর্ড স্থাপন ও সেচ প্রদানের ব্যাপারে উপদেশমূলক পরামর্শ প্রদান করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।