প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮
নাটোরের লালপুরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক (এসবিএসি) লিঃ এর গোপালপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে গোপালপুর বাজারে ফিতাকেটে ব্যাংকের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক হুমায়ন কবির, সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল,
এসএস ফিড ইন্ডাস্ট্রি লি. নাটোর শাখার চিফ এডভাইজার কামাল উদ্দিন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল আযম, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড রাজশাহী কামাল হোসেন, এক্সিকিউটিভ অফিসার এন্ড হেড নাটোর শরীফুল ইসলাম।