গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (০৫ মার্চ) বিকাল সাড়ে ৫টা দিকে তাইজুদ্দিনের একটি ভাড়া কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। এতে দুইটি বাড়ির ২০টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বিকেলে তাইজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, পাশের রফিকুল ইসলামের বাড়িতেও আগুন ধরে যায়।
এ ঘটনায় দুইটি বাড়ির পোশাক শ্রমিকদের ভাড়া কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। কক্ষগুলোর আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়ারা কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ভাড়াটিয়া শাহ আলম মিয়া বলেন, বিকেল ৫টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। আমরা মালামাল বের করার সুযোগ পাইনি। আমার কক্ষে থাকা স্বর্ণালংকার, নগদ ৩৭ হাজার টাকা, আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারিনি। এখন পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।