পটুয়াখালীর নিজামপুরে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০১:২০ অপরাহ্ন
পটুয়াখালীর নিজামপুরে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

পটুয়াখালী জেলার নিজামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) রাত ১২:৩০ টায় কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুরের সদস্যরা মহিপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।


কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু, ওই ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেওয়া ব্যাগটি তল্লাশি করে ২৫,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এই অভিযানকে অত্যন্ত সফল হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


এদিকে, মহিপুর থানায় ইয়াবা উদ্ধারের পর এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।