বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুনর্বাসনের লক্ষ্যে ১৬ বিজিবির উদ্যোগে নাহিদের বাবা সাইদুর আলমকে এক জোড়া হালের মহিষ প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে নওগাঁতে ১৬ বিজিবির সদর দপ্তরে মহিষ দুটি আনুষ্ঠানিকভাবে সাইদুর আলমের হাতে তুলে দেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, নাহিদ হাসান গত ২০ জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার নওগাঁ জেলার মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামে বসবাস করে।
লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, “আহত নাহিদের পরিবারকে সহায়তা করার বিষয়টি বিজিবি মহাপরিচালকের নজরে এলে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে হালের মহিষ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়। নাহিদের বাবা কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাই এই সহায়তা তার পরিবারকে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”
এ সময় বিজিবি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আহত নাহিদের চিকিৎসা এবং তার পরিবারের পুনর্বাসনে বিজিবির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।