অবৈধ দখল রোধে আশাশুনিতে প্রশাসনের কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৭:১৪ অপরাহ্ন
অবৈধ দখল রোধে আশাশুনিতে প্রশাসনের কঠোর অভিযান

আশাশুনি উপজেলার কুল্যা ও দপুরে অবৈধ কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন এই অভিযান পরিচালনা করেন।


প্রথমে বুধহাটা বাজার সংলগ্ন ইরাবতি ব্রিক্স ইটভাটায় অভিযান চালানো হয়। সেখানে গাছ-কাঠ জ্বালানো, টায়ার পোড়ানো, জমি ডিড সংক্রান্ত হারির টাকা পরিশোধ না করা এবং জমির মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভাটা মালিক হোসেন আলী মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন ভাটার অনিয়ম সংশ্লিষ্ট প্রমাণাদি পর্যালোচনার জন্য ভাটা মালিককে মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেন।


এরপর ইউনিয়নের দাদপুর গ্রামে খালের দুই পাশের রাস্তা দখল করে শাক-সবজি চাষ এবং ঘেরাবেড়া নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধ দখলের কারণে যাতায়াতের পথ বন্ধ হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। অভিযানের সময় এলাকাবাসীর সহযোগিতায় ঘেরাবেড়া ও সবজি ক্ষেত অপসারণ করা হয়।


অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বিপ্লব মিয়া এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন।


এলাকাবাসী মোবাইল কোর্ট পরিচালনার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন জানান, অবৈধ দখল ও পরিবেশ দূষণ রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।