প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৪১
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষের জন্য সতর্কবার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে টানা ৭২ ঘণ্টা এসব অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে এই তিন বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যেতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রবিবার বিকালে জানান, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই তিন বিভাগের অধিকাংশ এলাকায় টানা ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এরপর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে বলেও তিনি জানান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেটিকে ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে ‘অতি ভারি’ বৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে রোববার সকালের নিয়মিত বুলেটিনে দেশের অন্যান্য অঞ্চলের জন্যও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘দু-এক’ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বান্দরবান ও খুলনা অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহও কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাঙামাটিতে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা পরিস্থিতির জটিলতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।