রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব এলাকার ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সামনের কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ সময় চলাচলের সময় সর্তকতা অবলম্বন করতে এবং নদীপথে নৌযান চলাচলের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলতে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে ঝুঁকি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কৃষকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে, কারণ ঝড়ো আবহাওয়া চলমান ফসলের কিছু ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের অন্যান্য এলাকায়ও মাঝারি ধরনের বজ্রঝড়ের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।