গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলার ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় যুবদল নেবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার সকালে কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে ৭-৮ জন যুবক স্কুলের অফিস থেকে শিক্ষক বশির উদ্দিনকে টেনেহিঁচড়ে বের করে এনে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষক বশির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় প্রাক্তন ছাত্র রিজভি আহমেদ রাজিব শিক্ষককে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার ঘটনায় রাশেদুল ইসলাম রনিকে প্রধান আসামি করে পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে, একই ধরনের অপরাধে জড়িত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ এবং যুবদল কর্মী রাকিব হাসান বহাল থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বহিষ্কার হওয়া রনির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।